ট্রেন বন্ধ হওয়ায় সারা দেশে বিপাকে যাত্রীরা

রাজশাহী রেলস্টেশন। ছবি: সংগৃহীত
পেনশন থেকে মাইলেজ ভাতা বাদ দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে রানিং স্টাফদের কর্মবিরতির কারণে মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন ৫০০-এর বেশি যাত্রী।
রাজশাহী রেলস্টেশন থেকে প্রতিদিন ১৮ জোড়া ট্রেন ছেড়ে যায়, কিন্তু আজ কোনো ট্রেন চলেনি। যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্মসূচির কথা আগে জানা সত্ত্বেও রেল কর্তৃপক্ষ টিকিট বিক্রি বন্ধ করেনি।
যাত্রীদের অভিযোগ, তাদের জিম্মি করে দাবি আদায়ের চেষ্টা অযৌক্তিক। স্টেশনে যাত্রী নিরাপত্তায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে বা কাউন্টারে কেনা টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
রেলস্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, দাবি পূরণ বা আন্দোলন প্রত্যাহারের পরই ট্রেন চলাচল শুরু হবে।
এদিকে ময়মনসিংহে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেনের চালক যাত্রীসহ ট্রেনটি স্টেশনে রেখে পালিয়ে গেছেন। এতে ক্ষুব্ধ যাত্রীরা মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খানকে অবরুদ্ধ করেন।
নেত্রকোনার মোহনগঞ্জ থেকে সকাল ৮টায় ছাড়া ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছানোর পর চালক সরে যান। প্রায় পাঁচ শতাধিক যাত্রী ভোগান্তিতে পড়েন।
এক যাত্রী অভিযোগ করেন, “যদি ট্রেন না চলবে, তবে মোহনগঞ্জ থেকে ছাড়ল কেন?” এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে স্টেশন সুপার জানান, তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমাধানের চেষ্টা করছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্টেশনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যাত্রীদের বিকল্প ব্যবস্থার আলোচনা চলছে।