Logo
Logo
×

সংবাদ

রেলে কর্মবিরতি দুঃখজনক: উপদেষ্টা ফাওজুল কবির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১২:৪৯ পিএম

রেলে কর্মবিরতি দুঃখজনক: উপদেষ্টা ফাওজুল কবির

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি দুঃখজনক উল্লেখ করে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, এতে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন।  

আজ মঙ্গলবার কমলাপুর রেলস্টেশনে পরিদর্শনে গিয়ে তিনি বলেন, কর্মবিরতির কারণে গতকাল মধ্যরাত থেকে দেশের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআরটিসির মাধ্যমে বিকল্প পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে।  

তিনি জানান, রানিং স্টাফদের দাবিগুলো নিয়ে আলোচনা চালিয়ে যাওয়া হবে। মাইলেজ অ্যালাউন্সসহ অন্যান্য দাবির বিষয়ে অর্থ বিভাগেও আলোচনা করা হবে। দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, সামনে ইজতেমার মতো গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে, তাই সমস্যা দ্রুত মিটিয়ে ট্রেন চলাচল শুরু করা জরুরি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন