রেলের টিকিটে বাস ভ্রমণের সুবিধা দিচ্ছে বিআরটিসি

ট্রেনের যাত্রী নিতে কমলাপুর স্টেশনে বিআরটিসির বাস
যাত্রীদের দুর্ভোগ কমাতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের জরুরি বার্তায় জানানো হয়, গুরুত্বপূর্ণ রুটে বিকল্প হিসেবে বিআরটিসি বাস চালু করা হয়েছে।
ঢাকার কমলাপুর ও বিমানবন্দর স্টেশন থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীরা ট্রেনের টিকিট দেখিয়ে বিআরটিসি বাসে ভ্রমণ করতে পারবেন।
একইভাবে এসব এলাকা থেকেও ঢাকায় ফেরা যাবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে।
রানিং স্টাফদের কর্মবিরতিতে সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যুক্ত করে পেনশন ও আনুতোষিকের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা।