Logo
Logo
×

সংবাদ

ট্রেন বন্ধ সারা দেশে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম

ট্রেন বন্ধ সারা দেশে

রানিং অ্যালাউন্সকে মূল বেতনে যুক্ত করে পেনশন ও আনুতোষিকের দাবি পূরণ না হওয়ায় সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি।  

মধ্যরাতের পর থেকে কোনো ট্রেন ছাড়েনি ঢাকার কমলাপুরসহ বিভিন্ন স্টেশন থেকে।  

আন্দোলনকারীরা বলছেন, দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে। রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনের যাত্রা বাতিল হলে টিকেটের টাকা ফেরত দেওয়া হবে।  

রানিং স্টাফরা গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকো মাস্টার ও টিটিই—যারা ট্রেন চালনার সঙ্গে সরাসরি জড়িত। আগে ১০০ কিমি ট্রেন চালালেই এক দিনের মূল বেতনের সমপরিমাণ ‘মাইলেজ’ পেতেন তারা। ২০২২ সালে অর্থ মন্ত্রণালয় সে সুবিধা বাতিল করলে রানিং স্টাফরা ধারাবাহিকভাবে আন্দোলন শুরু করেন।  

সম্প্রতি তারা ২৮ জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা দিয়ে এখন তা বাস্তবায়ন করছেন। রেল কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের বৈঠকে সাড়া না দিয়েই নিজেদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন