Logo
Logo
×

সংবাদ

বেতনে না পোষালে শিক্ষকরা কী করবেন? উপদেষ্টা যা বললেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

বেতনে না পোষালে শিক্ষকরা কী করবেন? উপদেষ্টা যা বললেন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, "শিক্ষকতার পেশাকে অর্থমূল্যে বিচার করা উচিত নয়। সমাজে শিক্ষকদের প্রতি শ্রদ্ধার জায়গা অটুট রাখতে হবে।" তিনি বলেন, “অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার।”

গতকাল রবিবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সার্কিট হাউসে “প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়” শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সভার আয়োজন করে।

তিনি আরও বলেন, “সহকারী শিক্ষকদের দীর্ঘদিন পদোন্নতি না হওয়া দুঃখজনক। সরকার শিক্ষকদের চাকরিকে সেকেন্ড ক্লাস ঘোষণা করলেও বেতন গ্রেডের উন্নয়ন হয়নি, যা তাদের অধিকার থেকে বঞ্চিত করছে। এ সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন।”

বেসরকারি স্কুল প্রসঙ্গে তিনি বলেন, "সব বেসরকারি স্কুলকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। নিবন্ধন না থাকলে পাঠ্যপুস্তক সরবরাহ বন্ধের শর্ত দেওয়া হবে।" 

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি মানুষের নেতিবাচক ধারণা পাল্টানোর জন্য আপনাদের কাজ করতে হবে। ভালো শিক্ষার্থী এবং অভিভাবক আকৃষ্ট করতে শিক্ষার মানোন্নয়ন জরুরি।” 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন