
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তারি পরোয়ানার পরদিনই (২৭ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নিলেন চিত্রনায়িকা পরী মণি। আগের দিন অনুপস্থিত থাকায় আদালত তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করেছিল।
২০২০ সালের ৬ জুলাই দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে পরী মণি ও তাঁর দুই সহযোগী বিনামূল্যে মদের বোতল নিতে চাইলে বাধা পান এবং পরে ক্লাব ভাঙচুর করেন। এ সময় নাসির উদ্দিনকে আঘাতের অভিযোগও আনা হয়।
উল্লেখ্য, ২০২১ সালের ১৪ জুন পরী মণি নিজেই সাভার থানায় নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। একই বছর তাঁর বিরুদ্ধে মাদক মামলাও হয়।