Logo
Logo
×

সংবাদ

বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল কয়েকজন ভারতীয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ পিএম

বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করল কয়েকজন ভারতীয়

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্তবর্তী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ভারতের কয়েকজন নাগরিক আহাদ আলী নামের এক বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করেছে। রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ ঘটনা ঘটে। আহাদ ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার। তিনি জানান, রবিবার দুপুরে জায়গা সংক্রান্ত বিষয়ে ভারতের নাগরিক হায়দায় আলীর সঙ্গে আহাদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে ৫ গজ ভেতরে ঢুকে আহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। 

ওসি মো. গোলাম আপছার বলেন, পরে স্থানীয়রা আহাদকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আহাদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। আহাদের সঙ্গে ভারতীয় নাগরিক হায়দার আলীর পারিবারিক সম্পর্ক রয়েছে বলে জানা গেছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন