Logo
Logo
×

সংবাদ

শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

শাহবাগে শিক্ষকদের লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের বিক্ষোভ সমাবেশে লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করেছে পুলিশ। আজ রবিবার বেলা ১টার দিকে রাজধানীর শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কয়েকজন শিক্ষক।

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব থেকে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকেরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দেওয়ার জন্য রওনা হন। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পৌঁছালে পুলিশ শিক্ষকদের বাধা দেয়। ব্যারিকেড ভেঙে সামনে আগাতে চাইলে পুলিশ তাদের লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন শিক্ষক আহত হন। তাদের রিকশায় তুলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের দিকে নিয়ে যান সহকর্মীরা।

অন্যদের চারুকলা অনুষদের সামনে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। এখনও তারা সেখানে অবস্থান করছেন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনের দিকে যাওয়ার চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শাহবাগ এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন