স্বাধীন দেশে আমরা নিরাপদ নই কেন? প্রশ্ন পরিমণির

“পরাধীন মনে হচ্ছে। শিল্পীদের এতো বাধা কেন আসবে!? অনিরাপদ বোধ হচ্ছে ! এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা?” হেফাজতে ইসলামসহ কয়েকটি সংগঠনের বাধার মুখে টাঙ্গাইলের শো-রুম উদ্বোধন অনুষ্ঠান বাতিল হওয়ায় এমন ক্ষোভ প্রকাশ করেন চিত্রনায়িকা পরীমণি।
গতকাল শনিবার (২৫ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি বলেন, “মেহজাবীন, পরশী এর আগে এমন হেনস্তার শিকার হয়েছেন! ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা? কি বলার আছে আর ….এ দেশে সিনেমা/ বিনোদন সব বন্ধ করে দেওয়া হোক তাহলে!”
তিনি আরও বলেন, “তাহলে কি আমরা ধরে নেব, আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন! নাকি এখন হচ্ছি? কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে।”