চলে গেলেন সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ

সেক্টর কমান্ডার কে এম সফিউল্লাহ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী জিয়াউর রহমান মনি।
বাদ জোহর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও বাদ আসর ঢাকার সেনানিবাসে জানাজা হবে। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডসহ নানা অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন তিনি।
১৯৩৪ সালে রূপগঞ্জে জন্ম নেওয়া সফিউল্লাহ ’৭১-এর মুক্তিযুদ্ধে ৩ নম্বর সেক্টরের কমান্ডার ও পরে এস ফোর্সের নেতৃত্ব দেন।
স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন এবং পরে রাষ্ট্রদূত হিসেবে বিভিন্ন দেশে কাজ করেন।
১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নারায়ণগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধুকে হত্যার সময় তিনি সেনাপ্রধান ছিলেন; হত্যাকাণ্ড ঠেকাতে ব্যর্থ হওয়ায় পরে তার পদ হারাতে হয়।