
মেট্রোরেল চলাচল যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে। কোনো স্টেশন থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে উঠতে পারছেন না। আজ শনিবার বেলা পৌনে ২টার পর থেকে বন্ধ হয়ে পড়ে মেট্রোরেল।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফলে ওই স্টেশনে যাত্রীর চাপ বেশি পড়ে। এছাড়া শনিবার ট্রেনগুলো যাত্রীতে পরিপূর্ণ ছিল।
কর্তৃপক্ষ আরও জানায়, অতিরিক্ত যাত্রীর চাপে সকালে ট্রেনের দরজা বন্ধ হয়নি। ফলে বেশি সময় দরজা আটকে থাকায় সকাল ৯টা ৪০ থেকে ১০ মিনিট মেট্রো চলাচল বন্ধ ছিল। পরে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে বেলা ১টা ৩৯ মিনিট থেকে আবারও ট্রেন চলাচল বন্ধ হয় যা এখনও চালু হয়নি। মেট্রোরেল চালুর কাজ চলছে।
একটি সূত্র জানিয়েছে, অটোমেটিক ট্রেন সুপারভিশনে (এটিএস) ত্রটি দেখা গেছে।