Logo
Logo
×

সংবাদ

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ১১:১৩ এএম

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন। লন্ডনের একটি ক্লিনিকে ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি বাসায় যান। এ তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে ৯টা (বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টা) খালেদা জিয়াকে তারেক রহমান বাসায় নিয়ে যান। ডা. জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি এখনও পর্যবেক্ষণে থাকবেন। লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার চিকিৎসা লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চলবে।

খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, এবং আর্থ্রারাইটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী আরও কিছুদিন চিকিৎসকের তত্ত্বাবধানে থাকবেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন