পিলখানা হত্যা মামলা
১৫ বছর পর মুক্তি পেলেন ১২৬ বিডিআর সদস্য

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ বছর পর গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি থাকা বিডিআরের ১২৬ জন জওয়ান বৃহস্পতিবার মুক্তি পেয়েছেন। বেলা ১১টার পর থেকে তারা একে একে কারাগার থেকে বের হন। মুক্তির সময় কারা ফটকে স্বজনদের ভিড় দেখা যায়।
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর তাদের মুক্তি দেওয়া হয়েছে।
তিনি জানান, কাশিমপুর-১ কারাগার থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন এবং হাই সিকিউরিটি কারাগার থেকে ১৩ জন মুক্তি পেয়েছেন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া গত রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার তাদের নামের তালিকা প্রকাশ করা হয়।
ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করা হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। হত্যা মামলায় খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে ৪৬৮ জনের মুক্তি আটকে আছে।
হত্যা মামলায় ৮৫০ জনের বিচার শেষ হয় ২০১৩ সালের ৫ নভেম্বর, যেখানে ১৫২ জনের ফাঁসি ছাড়াও ১৬০ জনের যাবজ্জীবন ও ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। মামলায় খালাস পান ২৭৮ জন।