Logo
Logo
×

সংবাদ

শাহজালাল বিমানবন্দরে আবার বোমার হুমকি, নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ০১:১৭ পিএম

শাহজালাল বিমানবন্দরে আবার বোমার হুমকি, নিরাপত্তা জোরদার

শাহজালাল বিমানবন্দরে ফের বোমা ফেলার হুমকি দেওয়া হয়েছে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হুমকির পর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বুধবার দুই দফা বোমার হুমকি দেওয়া হলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। প্রথমবার পাকিস্তানি নম্বর থেকে এবং পরে মালয়েশিয়ান নম্বর থেকে হুমকির বার্তা আসে। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে হোয়াটসঅ্যাপে হুমকি আসে। তবে নিরাপত্তা তল্লাশিতে কিছুই পাওয়া যায়নি, রাত আড়াইটায় “থ্রেট ক্লিয়ার” ঘোষণা করা হয়। 

এর আগে বুধবার ভোরে এয়ারপোর্ট এপিবিএনের ডিউটি অফিসারের কাছে একটি বার্তা আসে, যেখানে দাবি করা হয়, রোম থেকে ঢাকাগামী একটি ফ্লাইটে ৩৪ কেজি বিস্ফোরক রয়েছে। ফ্লাইটটি নিরাপদে অবতরণের পর যাত্রীদের সরিয়ে তল্লাশি চালানো হলেও কিছু পাওয়া যায়নি। 

বিমানবাহিনী, পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে তল্লাশি কার্যক্রমে অংশ নেয়। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন