Logo
Logo
×

সংবাদ

'ড. কামালরা সংবিধানের কী বুঝেন'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

'ড. কামালরা সংবিধানের কী বুঝেন'

লেখক ও চিন্তাবিদ অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, সংবিধান সংস্কার কমিশন যখন গঠন হলো তখন তারা সবাই ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলেন। সংবিধান বলতে ড. কামাল হোসেনরা কী বুঝেন! যে সংবিধান ১৯৭২ সালে লেখা হয়েছিল সেখানে তারা বলছেন, দেশের সার্বভৌমত্ব হচ্ছে সংসদের। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সার্বভৌমত্বের সহজ বাংলা হচ্ছে মালিকানা। আমরা বলছি সব ক্ষমতার উৎস জনগণ। আসলে ব্যাপারটা তা নয়। জনগণই হলো ক্ষমতার কেন্দ্র। কেননা, উৎস বলতে বুঝায় আপনি ক্ষমতা অন্য একজনকে দিলেন আপনার হয়ে চালাবার জন্য। তাহলে আপনি এখানে তো ক্ষমতার মালিকানা দেননি, আপনি আপনার ক্ষমতার ম্যানেজারি করার ক্ষমতা দিয়েছেন কাউকে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানের জাতীয় নাগরিক কমিটি ঢাকা উত্তর মহানগর আয়োজিত থানা প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

সলিমুল্লাহ খান আরও বলেন, সংসদে যারা নির্বাচিত হয়ে আসেন তারা হচ্ছেন বড়জোর ম্যানেজার। মালিকরা তাদেরকে নিয়োগ দেন। তবে তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন তাহলে মালিকের অধিকার আছে তাদেরকে বরখাস্ত করার। এখানে প্রশ্ন আসতে পারে বরখাস্ত কখন করবে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের ৫ বছর সময় দেওয়া হয়েছে। এই মেয়াদের মধ্যে যদি ওই সংসদ সদস্যরা তাদের দায়িত্ব পালনে অক্ষম হন বা বেইমানি করেন তাহলে তাদেরকে বসিয়ে দেওয়ার ক্ষমতা জনগণের থাকবে। এইটার নামই হলো জনগণের সার্বভৌমত্ব।

তিনি বলেন, সার্বভৌমত্ব বিষয়টি হচ্ছে অবিভাজ্য বা অখণ্ড। আমরা বাংলাদেশে এখন ১৮ কোটি মানুষ আছি। এ সব মানুষকে নিয়েই কিন্তু সার্বভৌমত্ব। একজন বা দুজনের কোনো সার্বভৌমত্ব হয় না। কিন্তু আমরা কার্যত সার্বভৌমত্ব একব্যক্তি-এক পরিবারের ওপর ন্যস্ত করেছিলাম। এটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ভুল অথবা ব্যর্থতা।

সলিমুল্লাহ খান বলেন, এখন আমরা যে নতুনভাবে সংবিধান সংস্কারের প্রস্তাবনা শুনতে পাচ্ছি, সেখানে বলা হয়েছে বিচার বিভাগকে স্বাধীন করতে হবে। কিন্তু আপনাদের তো আগে আইন সভাকে কর্তৃত্ব দিতে হবে। তার অধীনে স্থাপন করতে হবে সরকার এবং শাসন বিভাগ ও আমলাতন্ত্রকে। এখন আপনারা যদি বলেন, এসব বিভাগকে সার্বক্ষণিক তদারকির জন্য একটি সংবিধানিক কাউন্সিল তৈরি করবেন। তাহলে আমি বলবো এগুলো হলো মূল সমস্যাকে বুঝতে না পাড়ার ক্ষমা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন