
পুলিশ রাজধানীর গুলশান এলাকা থেকে হত্যা মামলার আসামি আসাদুজ্জামান হিরুকে গ্রেপ্তার করেছে, যিনি নিজেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দিতেন।
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আমিন হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গুলশান থানা সূত্র জানায়, আসাদুজ্জামান হিরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আর্থিক সহায়তা দিতেন।