ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ঢাবি ছাত্রদলের পাঁচ দফা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কারে পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেছে ছাত্রদল। আজ বুধবার বিকেল ৪টায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ প্রস্তাবনা পেশ করেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বরাবর এই পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেন তারা৷
ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ছাত্রদলের পাঁচ দফা প্রস্তাবনা হলো:
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সংশোধন করে ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচন এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও সিনেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে নির্বাচিত ছাত্র-প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা; নির্বাচনের কমপক্ষে ৬০ দিন পূর্বে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্য সম্বলিত একটি ‘অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট’ তৈরি করা; আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা; ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৩০ দিন আগে ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত করা এবং এবিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা এবং অপপ্রচার রোধে ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার, যোগাযোগ ও নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য ডাকসু ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা।