Logo
Logo
×

সংবাদ

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ঢাবি ছাত্রদলের পাঁচ দফা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ঢাবি ছাত্রদলের পাঁচ দফা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্র সংস্কারে পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেছে ছাত্রদল। আজ বুধবার বিকেল ৪টায় টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ প্রস্তাবনা পেশ করেন শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ বরাবর এই পাঁচ দফা প্রস্তাবনা পেশ করেন তারা৷

ডাকসুর গঠনতন্ত্র সংস্কারে ছাত্রদলের পাঁচ দফা প্রস্তাবনা হলো:

বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ সংশোধন করে ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচন এবং সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও সিনেটসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সিদ্ধান্ত গ্রহণকারী ফোরামে নির্বাচিত ছাত্র-প্রতিনিধিদের প্রতিনিধিত্ব থাকার বিধানগুলি সরাসরি অন্তর্ভুক্ত করা; নির্বাচনের কমপক্ষে ৬০ দিন পূর্বে বিদ্যমান সিন্ডিকেট প্রতিস্থাপন করে নিরপেক্ষ সদস্য সম্বলিত একটি ‘অন্তর্বর্তীকালীন সিন্ডিকেট’ তৈরি করা; আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনগুলিতে ভোটকেন্দ্র তৈরি করা; ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির নির্বাচনের কমপক্ষে ৩০ দিন আগে ভোটার তালিকা প্রকাশ ও চূড়ান্ত করা এবং এবিষয়ে একটি স্বচ্ছ আপিল প্রক্রিয়া রাখা এবং অপপ্রচার রোধে ডাকসু ও হল সংসদসমূহের নির্বাহী কমিটির ইশতেহার, যোগাযোগ ও নির্বাচনের সংবাদ প্রকাশের জন্য ডাকসু ওয়েবসাইট ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন