Logo
Logo
×

সংবাদ

বইয়ে গ্রাফিতি

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৭ পিএম

সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা

রাজধানীর মতিঝিলে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র–জনতা’র ব্যানারে বিক্ষোভরত পাহাড়িদের ওপর ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নামে সংগঠনের লোকজনের হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে মতিঝিল এনসিটিবি–সংলগ্ন মেট্রোরেলের নিচে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, শ্রেষ্ঠা রূপাইয়া (২৪), ইসাবা শুহরাত (২৫), রেংইয়ং ম্রো (২৭), ফুটন্ত চাকমা (২২), ধনজেত্রা (২৮), অনন্ত ধামায় (৩৫), ডিবিসির সাংবাদিক জুয়েল মার্ক (৩৫), শৈলী (২৭), দনওয়াই ম্রো (২৪) তনিচিরাং (৩০)।

মতিঝিল পরিদর্শক তদন্ত মোহায়মেনুল ইসলাম বলেন, ছাত্রদের ধাওয়া খেয়ে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্মের পক্ষে বিক্ষোভকারীরা চলে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

এর আগে, স্টুডেন্ট ফর সভারেন্টি সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। গত রবিবার এনসিটিবি ঘেরাও করার পর রাতে ওই বইয়ের অনলাইন সংস্করণ থেকে চিত্রকর্মটি সরিয়ে ফেলা হয়। চিত্রকর্মটি পুনর্বহালের জন্য আদিবাসী ছাত্র–জনতা এনসিটিবি ঘেরাও করতে গেলে এই সংঘর্ষ হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন