
চারটি সংস্কার কমিশন—নির্বাচন, দুর্নীতি দমন, পুলিশ ও সংবিধান—বুধবার (১৫ জানুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করে সরকার বিস্তারিত জানাবে।
গত ৩ অক্টোবর প্রথম ধাপে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার।
পরে ৭ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন এবং দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী ও স্থানীয় সরকার ব্যবস্থা সংস্কার কমিশন গঠন করা হয়। সরকার কমিশনগুলোকে ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বললে মেয়াদ বাড়ানো হয়।
বুধবারের সময়সীমার শেষ মুহূর্তে প্রথম ধাপের কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেয়।