Logo
Logo
×

সংবাদ

ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:১৮ এএম

ঢাকার জাতিসংঘ প্রধানকে তলব করে কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মিয়ানমার কার্যালয়ের প্রকাশিত বাস্তুচ্যুতি প্রতিবেদন নিয়ে ভুল তথ্য উপস্থাপনের কারণে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে। সংস্থাটি এ নিয়ে দুঃখ প্রকাশ করে দ্রুত সংশোধনের আশ্বাস দিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সাল থেকে মিয়ানমারে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি হয়েছে ৩২ লাখ ৪৫ হাজার জন। তবে এতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তথ্য উল্লেখ করা হয়নি। মিয়ানমারের যুদ্ধ পরিস্থিতিতে সম্প্রতি বিশালসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, যা জাতিসংঘের প্রতিবেদনে অনুপস্থিত। 

বৈঠকে জাতিসংঘ এ বিষয়ে ভুল স্বীকার করে জানায়, মিয়ানমারে থাকা তাদের কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সংশোধন করা হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন