Logo
Logo
×

সংবাদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন, কমপ্লিট শাট ডাউন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের অবশিষ্ট কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ বিভিন্ন বিভাগে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

আজ সোমবার দ্বিতীয় দিনের মতো অনশন করছেন শিক্ষার্থীরা।

অন্য দুইটি দাবি হলো অস্থায়ী আবাসন এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে।

প্রধান ফটকে তালা দেয়ায় ক্যাম্পাসে কোন ধরনের যানবাহন ঢুকতে পারছে না। তবে পকেট গেট খোলা রাখা হয়েছে শিক্ষার্থীদের জন্য।

রোববার থেকে অনশন করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে অন্তত ১০জনের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে রাতেই তাদের সমর্থন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অর্ধ শতাধিক ছাত্রী। সূত্র: বিবিসি

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন