Logo
Logo
×

সংবাদ

জগন্নাথে দ্বিতীয় ক্যাম্পাস দাবিতে অনশনে ১২ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১১:৫৮ এএম

জগন্নাথে দ্বিতীয় ক্যাম্পাস দাবিতে অনশনে ১২ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর ও শিক্ষার্থীদের অস্থায়ী আবাসনের দাবিতে ১২ শিক্ষার্থী অনশনে বসেছেন। রোববার সকাল সাড়ে ৮টায় শহীদ মিনার প্রাঙ্গণে অনশন শুরু হয়। শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি: 

১. দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের চুক্তি দ্রুত স্বাক্ষর।  

২. পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন।  

৩. অস্থায়ী আবাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ৭০ শতাংশ শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত।  

অনশনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, প্রশাসনের অগ্রগতির অভাবে প্রকল্পটি আটকে আছে। শিক্ষার্থীরা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।  

উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম জানান, দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে প্রশাসন কাজ করছে, তবে সেনাবাহিনী প্রকল্পটিকে নেতিবাচক হিসেবে দেখছে। ইউজিসি ও অন্যান্য প্রশাসনিক সংস্থার সাথেও যোগাযোগ চলছে। 

২০১৬ সালে দ্বিতীয় ক্যাম্পাস তৈরির সিদ্ধান্ত হলেও ধীরগতির কারণে এখনো কাজ শেষ হয়নি। শিক্ষার্থীদের টানা আন্দোলনের পরও অগ্রগতি না হওয়ায় এই অনশন শুরু হয়েছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন