ঢাকা বিমানবন্দরের নাম পরিবর্তন করেছে ওয়ালটন?
মুক্তাদির রশীদ
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম
বাংলাদেশের প্রধানতম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী টার্মিনালে বেসরকারি প্রতিষ্ঠান ওয়ালটনের ডিসপ্লে এমন ভাবে প্রদর্শন করা হয়েছে যে তাতে বিমানবন্দর এর নাম নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়।
সাম্প্রতিক সময়ে বিমানবন্দরের অভ্যন্তরে ঘুরে দেখা যায়, যেকোনো বিদেশি বা বাংলাদেশি প্রবেশের সময় বিমান থেকে বের হবার পরই ইমিগ্রেশনে যাওয়ার আগে যে বড় ইলেকট্রনিক ডিসপ্লে তৈরি করা হয়েছে তাতে বড় করে লেখা রয়েছে ওয়ালটন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট।
বিমানবন্দর কর্তৃপক্ষ অবশ্য বলছে ভিন্ন কথা। তারা বলছে, বিগত সরকারের সময় এ ধরনের কার্যক্রম হয়েছে যা এখন পরিবর্তন করা শুরু হয়েছে।
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলছেন, তারা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছেন। "এগুলো মূলত পুরানো বিজ্ঞাপন"।
তিনি বলেন, আমরা ইতিমধ্যে নতুন করে সাজানো শুরু করেছি এবং পুনঃবিবেচনা করে এগুলো সরানো হবে।
এ ধরনের বিজ্ঞাপন দেখে বিব্রত হয়ে থাইল্যান্ড ফেরত এক যাত্রী বলেন, আমি বুঝতে কিছু সময় নিয়েছি, আদৌ বিমানবন্দরের নতুন নাম নাকি বিভ্রান্তিকর বিজ্ঞাপন।
ওয়ালটন কর্তৃপক্ষ বা বিজ্ঞাপন প্রদর্শনী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।