Logo
Logo
×

সংবাদ

যথাসাধ্য চেষ্টা করে সংস্কার এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: শিল্প উপদেষ্টা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম

যথাসাধ্য চেষ্টা করে সংস্কার এগিয়ে নিয়ে আমরা বিদায় নেব: শিল্প উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, যথাসাধ্য চেষ্টা করে সংস্কারের যে পরিকল্পনাগুলো আছে, যেটুকু সম্ভব এগিয়ে নিয়ে আমরা আপনাদের থেকে বিদায় নেবো। আজ শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন।

সংস্কার পরিকল্পনা এগিয়ে নিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে আদিলুর রহমান বলেন, ‘দীর্ঘদিন ধরে যেসব কাজ পড়ে আছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পরিকল্পনায় আমরা কাজগুলো করার চেষ্টা করছি। বাংলাদেশের কোনো মানুষ, কোনো নাগরিক যেন আর মনে না করেন যে তিনি বঞ্চিত। বাংলাদেশের কোনো নাগরিক যেন মনে না করেন, তিনি সমাজের মেইন স্ট্রিমের বাইরে আছেন। সেটি বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

শিল্প উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ সবার, এটি বহুমাতৃক একটি দেশ। সব ধর্মের, সব ভাষা ও নৃ-গোষ্ঠীর মানুষ যেন একত্রিত হয়ে বাংলাদেশকে গড়ে তুলতে পারে।’

গণভ্যভ্যূত্থানে নিহতদের অবদানের কথা তুলে ধরে আদিলুর রহমান খান বলেন, ‘জুলাইয়ের ৩৬ দিন যেভাবে সব ধর্মের তরুণ-যুবকরা অন্যায়ের বিরুদ্ধে

রক্ত দিয়েছেন, যে বাংলাদেশের তারা স্বপ্ন দেখেছিলেন, সেটা কিছু দূর বাস্তবায়নের দায়িত্ব যেহেতু আমরা পেয়েছি, আমরা তা পালনের চেষ্টা করছি।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন