Logo
Logo
×

সংবাদ

রাষ্ট্রপতিকে মাসুদা ভাট্টির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০২:৩৬ পিএম

রাষ্ট্রপতিকে মাসুদা ভাট্টির বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তথ্য কমিশনার মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠিয়েছে। আজ শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মো. হাসানুজ্জামান বলেন, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল জুডিশিয়াল কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল। পরে নিয়ম অনুসারে এ বিষয়ে গত সপ্তাহে রাষ্ট্রপতি বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। এখন তিনি (রাষ্ট্রপতি) মাসুদা ভাট্টির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ আগস্ট তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান মাসুদা ভাট্টি। তবে গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নিজের অবস্থান সম্পর্কে তথ্য কমিশনার মাসুদা ভাট্টির কাছে ব্যাখা চেয়েছিল সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল। এরই ধারাবাহিকতায় কাউন্সিল থেকে রাষ্ট্রপতির বরাবর প্রতিবেদন দাখিল করা হলো।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন