Logo
Logo
×

সংবাদ

আইন ও সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে: সিইসি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১২:৫৭ পিএম

আইন ও সংবিধান বদলানোর প্রয়োজন হতে পারে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য আইন ও সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে। ঢাকায় ভোটার তালিকা হালনাগাদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, সরকার ইতোমধ্যে ১৫টি সংস্কার কমিশন গঠন করেছে, যা বিদ্যমান চাহিদার সঙ্গে খাপ খাইয়ে সিস্টেম পুনর্গঠনের জন্য কাজ করছে। সিইসি বলেন, "সংস্কার বাস্তবায়নে আইনে পরিবর্তন আনতে এবং সংবিধানে হাত দিতে হতে পারে।" 

তিনি জাতিকে একটি "ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল" নির্বাচন উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং বঞ্চিত জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন