Logo
Logo
×

সংবাদ

তারেক রহমানের চার মামলার বাতিলের রায় আপিল বিভাগে বহাল

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম

তারেক রহমানের চার মামলার বাতিলের রায় আপিল বিভাগে বহাল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল খারিজ করে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

২০০৭ সালে গুলশান ও ধানমন্ডি থানায় করা চারটি মামলার কার্যক্রম বাতিলের জন্য তারেক রহমান হাইকোর্টে আবেদন করেন। গত ২৩ অক্টোবর হাইকোর্ট এই মামলাগুলোর কার্যক্রম বাতিল করে।

রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করলেও আপিল বিভাগ তা খারিজ করে দেয়। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বিষয়টি নিশ্চিত করেন। মামলাগুলোতে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল তারেক রহমান ও তার ঘনিষ্ঠ সহযোগীদের বিরুদ্ধে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন