অবসরপ্রাপ্ত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
গত আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
পদোন্নতির ফলে তারা বর্ধিত বেতন পাবেন। তবে তারা অবসরেই থাকবেন। তাদের চাকরিতে পুনরায় বহাল করা হবে না।
সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে গত ২৬ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়।
গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবসরোত্তর কর্মকর্তাদের পদন্নোতি দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
ভূতাপেক্ষ পদোন্নতি বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক, পেনশন বাবদ এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরে পেনশন বাবদ বার্ষিক অতিরিক্ত ৪ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন হতে পারে বলে অর্থবিভাগ জানিয়েছে।