বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন আবেদন জজ আদালতও নাকচ করেছে।
আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) চট্টগ্রামের মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম জামিন আবেদন নাকচ করে এ আদেশ দেন।
রাষ্ট্রদ্রোহ মামলায় তার আইনজীবীরা গত ডিসেম্বরে জামিন আবেদন করেছিলেন। আজ তার ওপর শুনানি হয়।
আজ চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি। আদালতে আইনজীবীর উপস্থিতিতে আসামির ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়।
চিন্ময় দাশের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য বলেন, “আমরা এখন উচ্চ আদালতে যাব।”