Logo
Logo
×

সংবাদ

ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে ট্রেইনি চিকিৎসকেরা স্বাস্থ্যসেবায় ফিরছেন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে ট্রেইনি চিকিৎসকেরা স্বাস্থ্যসেবায় ফিরছেন

ট্রেইনি চিকিৎসকদের ভাতা জানুয়ারি থেকে ৩০ হাজার ও জুলাই থেকে ৩৫ হাজার টাকা করা হচ্ছে। আজ রবিবার দুপুরে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত মেনে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনকারী চিকিৎসকরা।

বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রবিবার দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষ থেকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়া বৈঠকে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন