প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে: উপদেষ্টা ফরিদা
![Icon](https://www.banglaoutlook.org/uploads/settings/bo-iconicon-2-1719757003.png)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬ পিএম
প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুর্নীতির তদন্ত করে সুষ্ঠু বিচার করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে এটি সত্য। অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল, এমনকি কাজ ফেলে রাখাও হয়েছে। তাই ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। এ মন্ত্রণালয় সংস্কার ও বিচার একসঙ্গে চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরণের দুর্নীতি করতে দেওয়া হবে না।
উপদেষ্টা ফরিদা আখতার আরও বলেন, সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশু-পাখিও ব্যাপক ক্ষতির শিকার হয়। এ পরিস্থিতি মোকাবিলায় বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, এছাড়া, প্রাণিদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদক্ষেপে বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে।