সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ
ইভেন্টের জন্য অস্থায়ী পাস দেবে সরকার
সচিবালয়ে ভয়াবহ আগুনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করেছে সরকার। বাতিল করা হয়েছে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ডও। অর্থাৎ সচিবালয়ে সাংবাদিকরাও ঢুকতে পারবেন না। তবে ইভেন্টের জন্য ঢুকতে পারবেন। সে জন্য সরকার অস্থায়ী পাস দেবে।
শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে সমালোচনা হচ্ছে।
পরে সরকার সাংবাদিকদের জন্য দৈনিক পাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিবৃতিতে বলা হয়েছে, সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তটি একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে নেওয়া হয়েছে। তবে সরকার শিগগিরই বিদ্যমান প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার জন্য নতুন আবেদনপত্র আহ্বান করবে।
তার আগে যেকোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো থেকে অস্থায়ী দৈনিক প্রবেশাধিকার কার্ড ইস্যু করা হবে সাংবাদিকদের জন্য।