Logo
Logo
×

সংবাদ

একই রাতে সচিবালয়ের আগে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম

একই রাতে সচিবালয়ের আগে আগুন লেগেছিল ইস্কাটনের সচিব নিবাসে

ছবি: সংগৃহীত

সচিবালয়ে অগ্নিকাণ্ডের আগে রাজধানীর ইস্কাটনে সচিবদের নিবাসে আগুন লেগেছিল। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) রাতে আগুনের এই ঘটনা ঘটে। অন্যদিকে, একইদিন মধ্যরাতে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটে। সচিবালয়ের ভয়াবহ এ অগ্নিকাণ্ডকে নাশকতা হতে পারে বলে সন্দেহ করছে সরকার। 

এদিকে, ইস্কাটনের সচিব নিবাসের আগুনের ব্যাপারে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত সচিব নিবাসের ২০ তলা ভবনের ৪ তলার একটি বাসার রান্নাঘরে আগুন লেগেছে। পরে ঘটনাস্থলে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এ আগুনে কেউ হতাহতও হয়নি।

এদিকে, বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন