Logo
Logo
×

সংবাদ

সাবেক সেনা কর্মকর্তার মদ্যপ ছেলের গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম

সাবেক সেনা কর্মকর্তার মদ্যপ ছেলের গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীর ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে বেপরোয়া গতির প্রাইভেটকার চাপা দেয়। এতে বুয়েটের মোহতাসিম মাসুদ (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া অমিত সাহা (২২) ও মেহেদী হাসান (২২) নামে তার দুই বন্ধু আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগতি গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। মাসুদের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে রয়েছে।

জানা যায়, গাড়িটি চালাচ্ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল মামুনের ছেলে সাদমান। আর পেছনের আসনে ছিল তাদের দুই আত্মীয়, যাদের সবাই ছিলেন মদ্যপ অবস্থায়।

৩০০ ফিট এলাকায় পুলিশ চেক পোস্টে যখন মোটরসাইকেলে করে ঘুরতে বের হওয়া বুয়েটের তিন ছাত্রের পরিচয় যাচাই করা হচ্ছিলো, ঠিক তখন  এ লেভেল পড়ুয়া সাদমান ওই তিন শিক্ষার্থীকে গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মাসুদ। এই ঘটনায় ঘটনাস্থল থেকেই প্রাইভেটকারে থাকা তিনজনকে আটক করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনা জানাজানি হলে রূপগঞ্জ থানায় এসে বিক্ষোভ করেন বুয়েটের কয়েকশ’ শিক্ষার্থী। তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানান তারা। এ ঘটনায় তিনজনকেই আসামি করে একটি মামলা দায়ের করেছে বুয়েট কর্তৃপক্ষ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন