যেসব 'অস্ত্র' উদ্ধার করা হলো আটক ডাকাতদের কাছ থেকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:৩২ পিএম
আত্মসমর্পণ করেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখার ভেতরে থাকা ৩ ডাকাত। তারা হলেন শারাফাত, শিফাত ও নিরব। তবে তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। এ তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান।
ওসি বলেন, ‘গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে ৪টি খেলনা পিস্তল ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে।’
অভিযান শেষে র্যাব-১০ এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।