কেরানীগঞ্জে ব্যাংক থেকে ৩ ডাকাতের আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ পিএম

ঢাকার কেরানীগঞ্জের রুপালী ব্যাংকের ভেতরে থাকা ৩ জন ডাকাত আত্মসমর্পণ করেছেন। ভালো আছেন ভেতরে থাকা ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকেরা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে ডাকাতদের নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনীর একটি গাড়ি।
অভিযান শেষে র্যাব-১০ এর অধিনায়ক গণমাধ্যমকে বলেন, তিনজন ডাকাত আত্মসমর্পণ করেছে এবং এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।
এর আগে বিকেল ঢাকা রেঞ্জ ডিআইজি আওলাদ হোসেন জানিয়েছিলেন, ‘রূপালী ব্যাংকে ঢুকে পড়া ডাকাতেরা দুটি শর্ত জুড়ে দিয়েছিলেন। একটি হলো-লুটকৃত ১৫ লাখ টাকা তারা নিতে চান, অপরটি তাদের নিরাপদ স্থানে ছেড়ে দিতে হবে। তাদের দাবিগুলো মেনে নিয়ে নেগোসিয়েশনের চেষ্টা করা হচ্ছে।’