সহপাঠী খুন ও শিক্ষার্থীদের ওপর হামলা
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ ও মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৮ পিএম
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী হত্যা ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে তারা সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ-এর ব্যানারে রামপুরা সেতুর পূর্ব পাশের সড়কে অবস্থান নিয়ে বাড্ডা থেকে রামপুরা পর্যন্ত এ বিক্ষোভ মিছিল শুরু করেন।
সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়। এ সময় সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিত থাকতে দেখা যায়।
সম্প্রতি দুর্বৃত্তদের হাতে খুন হন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী সীমান্ত। এসব খুনের প্রতিবাদসহ 'বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা ও দেশজুড়ে অভ্যুত্থানকারী ছাত্র-জনতার নিরাপত্তাহীনতার প্রতিবাদে'ও এ বিক্ষোভ মিছিল ও মশাল মিছিলের আয়োজন করেছেন শিক্ষার্থীরা।
বিক্ষোভে উপস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা বলেন, আমরা ক্লাসরুমে ফিরে গেলেও আবার রাস্তায় নামতে হচ্ছে। সম্প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে না। আমরা জানতে চাই, কেন এবং কীভাবে তাদের হত্যা করা হয়েছে। বিপ্লবোত্তর বাংলাদেশে আর কোনো বৈষম্য দেখতে চান না। আমাদের প্রশ্নের জবাব দিতে হবে।