-6762ba6338a49.jpg)
রাজধানীর কড়াইল বৌ বাজার বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তবে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে আজ বুধবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরে কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন, বিকেল ৪টার দিকে বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের ঘরগুলোয় ছড়িয়ে পড়ে। বস্তির সরু রাস্তা এবং ঘরগুলো কাচা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা।