Logo
Logo
×

সংবাদ

সামিট পাওয়ারের পাঁচ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পিএম

সামিট পাওয়ারের পাঁচ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ

উৎপাদন বন্ধ হয়ে গেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সামিট পাওয়ার লিমিটেডের আরও দুটি বিদ্যুৎকেন্দ্র—জাঙ্গালিয়া (গ্যাসভিত্তিক ৩৩ মেগাওয়াট) এবং মদনগঞ্জ (এইচএফও-ভিত্তিক ১০২ মেগাওয়াট)।

 এর ফলে প্রতিষ্ঠানটির পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যানুসারে, গ্যাসের অভাব, চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) থেকে চাহিদা না পাওয়ার কারণে এই বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন বন্ধ হয়েছে।

বন্ধ কেন্দ্রগুলোর মধ্যে চারটি গ্যাসভিত্তিক এবং একটি এইচএফও-ভিত্তিক। এছাড়া, বাকি তিনটি কেন্দ্র হলো—আশুলিয়া (গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট), মাধবদী (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট) এবং চান্দিনা (ইউনিট-১, গ্যাসভিত্তিক, ১১ মেগাওয়াট)।

আশুলিয়া, মাধবদী ও চান্দিনা কেন্দ্রগুলোর চুক্তির মেয়াদ গত বছরের ৩১ আগস্ট শেষ হয়েছে। ২০২৮ সালের ২১ নভেম্বর পর্যন্ত নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট ভিত্তিতে এসব চুক্তি নবায়ন করা হলেও, গ্যাসের অভাবের কারণে এগুলো চালু করা সম্ভব হয়নি।

জাঙ্গালিয়া বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মেয়াদ চলতি বছরের ২৪ জুন শেষ হয়েছে। বিপিডিবি কেন্দ্রটির উৎপাদন পুনরায় শুরু করার কিংবা চুক্তি নবায়নের কোনো উদ্যোগ নেয়নি।

মদনগঞ্জ কেন্দ্রের চুক্তিও চলতি বছরের ২২ মার্চ শেষ হয়। যদিও এটি ১ মে থেকে নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট চুক্তির আওতায় চালু রাখা হয়েছিল। কিন্তু আগস্টের মাঝামাঝি থেকে বিপিডিবি চাহিদা পাঠানো বন্ধ করার পর কেন্দ্রটি বর্তমানে বন্ধ রয়েছে।

কোম্পানির ১৫টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ৫টি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির সচিব স্বপন কুমার পাল।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন