Logo
Logo
×

সংবাদ

ছাত্রলীগ নেত্রী রিভা গ্রেপ্তার

Icon

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ পিএম

ছাত্রলীগ নেত্রী রিভা গ্রেপ্তার

ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা গ্রেপ্তার হয়েছেন।

তাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় তাদের বর্তমানের রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর বৈধতা নেই।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জানান, রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে রিভাকে গ্রেপ্তার করা হয়েছে। 

কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ রয়েছে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের বিরুদ্ধে।

আন্দোলনের সময় কলেজটির সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে রিভার বিরুদ্ধে।

১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

রিভা মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন রিভা। এক যুগ ধরে তিনি ছাত্রাবাসে থাকতেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন