পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে: পরিবেশ উপদেষ্টা
ইউএনবি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পহেলা বৈশাখে নদ-নদীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তিনি বলেন, নদ-নদীর তালিকা প্রকাশের ক্ষেত্রে পানি সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় একইসঙ্গে ভূমি মন্ত্রণালয়কেও যুক্ত করা হবে।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) পানি ভবনের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশের নদ-নদীর সংখ্যা নির্ধারণ বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মৃত নদী বলতে কোনো নদী নেই, প্রবাহহীন বলতে পারেন। প্রবাহহীন নদীকে প্রবাহমান করার অনেক প্রক্রিয়া বা রাস্তা আছে। মৃত নদী দেখিয়ে নদীর জায়গা ইজারা বা লিজ দেওয়ার কোনো সুযোগ নেই।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, আমরা কিন্তু হাওর ও বিলের একটা তালিকা চূড়ান্ত করে ফেলেছি। পরবর্তী কাজ হচ্ছে খালেরও তালিকা চূড়ান্ত করা।
সেমিনারে ভার্চুয়ালি যুক্ত থাকা সারাদেশের জেলা প্রশাসকদের আজকে থেকে আগামী ৩ মাসের মধ্যে জেলার সব খালের তালিকা রেকর্ড অনুযায়ী যাচাই-বাছাই করে মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেন উপদেষ্টা। আর বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে দখল ও দূষণমুক্ত করার একটা বিস্তারিত কর্মপরিকল্পনা করে কাজ শুরু করার জন্য উপদেষ্টা নির্দেশ দেন।