সোহরাওয়ার্দী উদ্যানে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সমাবেশ
![Icon](https://www.banglaoutlook.org/uploads/settings/bo-iconicon-2-1719757003.png)
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
![সোহরাওয়ার্দী উদ্যানে গুম-বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচার দাবিতে সমাবেশ](https://www.banglaoutlook.org/uploads/2024/12/online/photos/মায়ের-ডাকে-6758410a5a46e.jpg)
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ন্যায়বিচারের দাবিতে সমাবেশ করেছেন গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, পিলখানা হত্যাকাণ্ড এবং জুলাই গণঅভ্যুত্থানে ভুক্তভোগীদের পরিবারের সদস্য ও স্বজনরা। ১০ ডিসেম্বর (আজ মঙ্গলবার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সংগঠন 'মায়ের ডাক'।
সমাবেশে বক্তারা বলেন, যেসব পরিবারের সদস্যরা এখনো নিখোঁজ রয়েছেন, স্বজনরা তাদের অবস্থান নিয়ে এখনো কিছুই জানেন না। তারা স্বজনদের তথ্য জানার পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানান।
এর আগে সমাবেশে অংশ নিতে দুপুরের সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন নিহতদের পরিবারের সদস্য, জাতিসংঘের প্রতিনিধি, স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় তাদের হাতে ছিল নিখোঁজ স্বজনদের ছবি ও প্ল্যাকার্ড। তাদের সঙ্গে সমাবেশে অংশ নেন জুলাইয়ের অভ্যুত্থানে চোখ বা শরীরের অন্য অংশ হারিয়েছেন এমন অনেকে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার, মানবাধিকার কর্মী নূর খান; গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান এবং মায়ের ডাকের প্রতিষ্ঠাতা হাজেরা খাতুন।