সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক মুন্নি সাহা
সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালক মুন্নি সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার (৩০ নভেম্বর) রাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন।
ওসি মো. মোবারক হোসেন বলেন, রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এর আগে মুন্নী সাহা রাজধানীর কাওরান বাজারে এক টাকার খবরের অফিস থেকে বের হয়ে সবজি কিনতে গিয়ে জনতার তোপের মুখে পড়েন। পরে তাকে তেজগাঁও থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়।
গত ৬ অক্টোবর মুন্নী সাহার সব ধরনের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ব্যাংকগুলো দেওয়া চিঠিতে মুন্নী সাহার আমানত, ঋণ, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, এক্সচেঞ্জ, লকার ও অফশোর ব্যাংকিংয়ের তথ্য চাওয়া হয়।
চিঠিতে বলা হয়, মুন্নী সাহার নামে কিংবা কোনো প্রতিষ্ঠানের নামে কোনো অ্যাকাউন্ট থাকলে বিস্তারিত তথ্য ৭ অক্টোবরের মধ্যে বিএফআইইউকে পাঠাতে হবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় করা মামলার অন্যতম আসামি মুন্নী সাহা।