Logo
Logo
×

সংবাদ

সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে কারা? কার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সোহেল তাজ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০১:৪১ পিএম

সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে কারা? কার বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন সোহেল তাজ

সাম্প্রতিক সব অস্থিরতার পেছনে কারা এ নিয়ে জল্পনা-কল্পনা চলছে দেশজুড়ে। সোহেল তাজ তার ফেসবুক পেজে এ নিয়ে ক্ষোভ ঝেড়েছেন।

তিনি লিখেছেন, “হত্যা, গুম, খুন, গণহত্যা, নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্র ধ্বংস করে, দুর্নীতি করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে, দেশটাকে শেষ করে, ছাত্র-জনতার ঝাঁটা পেটা খেয়ে পালিয়ে যেয়ে এখন দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে I”

সোহেল তাজ স্পষ্টতই আওয়ামী লীগকে নির্দেশ করেছেন। তিনি বলছেন, “কত বড় নির্লজ্জ বেহেহায়া হলে দেশটাকে এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে দিবে না I প্রথমে ডিজিটাল জুডিশিয়াল কু-এর চেষ্টা, তারপর একের পর এক অপচেষ্টা—আনসার বাহিনী দিয়ে, ব্যাটারি রিকশা, নূর হোসেন দিবসে, ট্রাম্প কার্ড, ঋণ দেয়ার প্রলোভন দেখিয়ে শাহবাগে মানুষের জমায়েত করার চেষ্টা, বিভিন্ন কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর এবার ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে লাশের উপর ক্ষমতায় ফিরে  আসার চেষ্টাI”

সোহেল তাজ তার পোস্টে অবশেষে সবাইকে দুইটা বই পড়তে অনুরোধ করেছেন:

১. আমার ফাঁসি চাই 

২. অন্তরালের হত্যাকারী প্রধানমন্ত্রী 

এই দুইটা বই মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর লেখা।

সোহেল তাজ আরও লিখেছেন, “নীতি-আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নাই—আমি আপাদেরকে চিনি।”

তার ভাষায়, “আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেইসবুক পেইজটি আনফলো করতে। আর অনুরোধ থাকবে, নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি-আত্মসমালোচনা করে অনুশোচনা করার।”

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন