Logo
Logo
×

সংবাদ

শাহবাগে লোক জড়ো করা মোস্তাফা আমীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৯ এএম

শাহবাগে লোক জড়ো করা মোস্তাফা আমীন গ্রেপ্তার

শাহবাগে বিনা সুদের ঋণ দেওয়ার কথা বলে গণসমাবেশ আয়োজনের অভিযোগে এ বি এম মোস্তাফা আমিনকে আটক করা হয়েছে। তিনি অহিংস গণঅভ্যুত্থান কমিটির আহ্বায়ক।

গতকাল সোমবার (২৫ নভেম্বর) রাতে তাকে পুলিশ আটক করেছে বলে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিল মনসুর জানিয়েছেন।

তিনি বলেন, ‘বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে জনপ্রতি এক লাখ টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। এ জন্য শাহবাগে বিশাল সমাবেশে করতে হবে এমন কথা বলে বিভিন্ন এলাকা থেকে লোক জড়ো করেন মোস্তাফা আমীন।’

রবিবার রাতে শাহবাগে লক্ষাধিক মানুষের সমাবেশ ঘটনোর চেষ্টা করে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলেন মোস্তফা আমিন।

ঢাকার বিভিন্ন বস্তি ও আশপাশের এলাকা থেকে এসব লোকজন জড়ো করার জন্য কয়েক দিন ধরে নানা কর্মসূচি পালন করেন কথিত অহিংস গণঅভ্যুত্থানের নেতারা।

গত শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। সেখানে সোমবার সমাবেশের কথা জানানো হয়। এ জন্য রোববার রাতেই তারা রাজধানীর শাহবাগে জড়ো হওয়ার চেষ্টা করেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন