Logo
Logo
×

সংবাদ

কলঙ্কময় নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার হবে: বদিউল আলম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৮ পিএম

কলঙ্কময় নির্বাচনের সঙ্গে জড়িতদের বিচার হবে: বদিউল আলম

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, অতীতে কয়েকটি জাতীয় নির্বাচন কলঙ্কময় হয়েছে। তার মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনসহ কয়েকজন শপথ ভঙ্গ করেছেন। তাদের বিচারের আওতায় আনা হবে। 

আজ রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিরা সংলাপ করেন। সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

বদিউল আলম আরও বলেন, নাগরিক সমাজ ও বিভিন্ন শিক্ষকদের সঙ্গে মতবিনিময় হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। নাগরিক সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষক প্রতিনিধিদের সবাই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল করার বিষয়ে একমত হয়েছেন।

রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, তা আশা করা দূরাশা বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে হবে। কমিশনকে আর্থিক স্বাধীনতাও দিতে হবে। এমন শক্তিশালী ও স্বাধীন হতে হবে যে নির্বাচন কমিশনকে সরকারের অধীন একটা সরকার হতে হবে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন