দুই সন্তানকে গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
গলা কেটে হত্যা: প্রতীকী ছবি
রাজধানীর পল্লবীতে দুই ছেলেকে গলাকেটে হত্যার পর নিজের গলায় ছুড়ি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আব্দুল আহাদ (৪০) নামের এক ব্যক্তি। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে পল্লবীর রেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
আব্দুল আহাদের নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান। তার বয়স সাত বছর। আরেকজন হলেন তিন বছর বয়সী মোছা। পল্লবী থানার উপপরিদর্শক মাজেদুল হক এসব তথ্য জানান।
উপপরিদর্শক মাজেদুল হক জানান, আব্দুল আহাদ পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি দারোয়ানের কাজ করতেন। আর তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন। শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত আহাদকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
উপপরিদর্শক মাজেদুল হক বলেন, ধারণা করা হচ্ছে, ঋণগ্রস্ত হওয়ায় হতাশায় ভুগছিলেন আহাদ। এ থেকেই তিনি আত্মহত্যার চেষ্টা করতে পারেন। ঘটনাস্থলে রক্তাক্ত একটি ছুড়ি পাওয়া গেছে। ওই বাড়ি থেকে ঘটনার আলামত সংগ্রহ করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ইউনিটের সদস্যরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। এখন তার অপারেশন চলছে।