রাজধানীর অভিজাত ধানমন্ডিতে এক প্রবাসী নিজের বাসায় খুন হয়েছেন।
আজ শুক্রবার ভোরের দিকে ধানমন্ডি ১৫-এর ২৯৪১ নম্বর পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাটে তাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে।
নিহত এ কে এম আব্দুর রশিদ (৮২) ছিলেন চিকিৎসক। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজে সন্দেহভাজন তিন ব্যক্তিকে দেখতে পেয়েছে।
হাজারীবাগ থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভোরের দিকে বারান্দার দরজা খোলা রেখেই আব্দুর রশিদ নামাজ পড়ছিলেন। তখন তিনজন বারন্দার সামনের লন বেয়ে ওঠে। তারা বাসায় ঢুকে পড়ে। পরে তিনজনকে পালিয়ে যেতে দেখা যায়। পুলিশ ধারণা করছে, তারা চুরি করতে বাসায় ঢুকেছিল। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।
ওই ভবনের আরেক বাসার বাসিন্দা সাইদুর রহমান বাঁধন বলেন, রশিদ দম্পতি গত সেপ্টেম্বরে দেশে আসেন। রাতে হঠাৎ তাদের চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। তাদের রুমে গিয়ে দেখি আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার স্ত্রী তার মাথায় পানি ঢালছেন। তাকে প্রথমে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিলে তিনি মারা যান।