প্রায় ১৫ ঘণ্টা সড়কে কাটিয়ে দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি পেয়েছেন শেরেবাংলা নগরের দুই হাসপাতালের আহত আন্দোলনকারীরা। তারপর আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তারা সড়ক ছেড়ে হাসপাতালে ফিরে গছেন।
গতকাল সকালে স্বাস্থ্য উপদেষ্টা জাতীয় অর্থপেডিক হাসপাতালে আহতদের দেখতে যান। কিন্তু তিনি সব রোগীর সঙ্গে কথা না বলে ফিরে যাচ্ছিলেন। এ সময় আহতরা তার গাড়ি আটকে দেয়। তাদের দাবি, তাদের যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। তারা উপযুক্ত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানান।
পরে অর্থপেডিক হাসপাতালে আহতদের সঙ্গে যোগ দেন ওই এলাকার জাতীয় চক্ষুবিজ্ঞান হাসপাতালের আহত রোগীরা।
অবশেষে তারা স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
সড়ক ছাড়ার জন্য তারা উপদেষ্টাদের সেখানে যেতে বলেন। তাদের কাছে তারা তাদের দাবিদাওয়া তুলে ধরতে চান। একজন আন্দোলনকারী জানান, আজ ভোরে চার উপদেষ্টা এসে তাদের সঙ্গে কথা বলেছেন। উপদেষ্টারা তাদের দাবি বাস্তাবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ফলে তারা হাসপাতালে ফিরে গেছেন।
এ বিষয়ে আজ দুপুরে সচিবালয়ে আহতদের সঙ্গে বৈঠক করবেন উপষ্টোরা—এই আশ্বাস পেয়েছেন আহতরা, যারা জুলাই-আগস্টের অভুত্থানের সময় আহত হয়েছেন।
তাদের সুচিকিৎসার প্রতিশ্রুতি দিয়েছে অন্তর্বর্তী সরকার, কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি।