Logo
Logo
×

সংবাদ

জুলাই অভ্যুত্থানে শহিদ মমিনুলের জন্মদিনে মিরপুরে সারজিস আলম

Icon

নিশাত ফারজানা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম

জুলাই অভ্যুত্থানে শহিদ মমিনুলের জন্মদিনে মিরপুরে সারজিস আলম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মমিনুল ইসলাম হৃদয়ের ২৫তম জন্মদিনে তার পরিবারের সাথে দেখা করেছেন সারজিস আলম।

সোমবার (১১ নভেম্বর) বেলা ৩টায় শহিদ হৃদয়ের মিরপুরের বাসায় পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয়  সদস্য আরিফুল ইসলাম আদীব ও মিরপুর পল্লবী শাখা কমিটির সদস্যবৃন্দ।  

১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহিদ হন হৃদয়। বাবা-মা ও ছোট দুই বোনের একমাত্র অবলম্বন ছিলেন হৃদয়।

পরিবারের আর্থিক উন্নতির জন্য বাবার সাথে ভ্যানে সবজি বিক্রি করতেন হৃদয়। বঙ্গবন্ধু সরকারি কলেজের  শিক্ষার্থী শহীদ হৃদয় ২২টি চাকরির আবেদন করেন কিন্তু কোথাও হয়নি।

জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হলে সম্মুখ সারিতে থেকে অংশগ্রহণ করে শহীদ হন হৃদয়। আওয়ামী লীগের দোসররা শহীদের বাবাকে উল্টো বিরোধীদলের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে চাপ প্রয়োগ করলেও তারা এ বিষয়ে অনড় থাকেন এবং পুলিশের বিরুদ্ধে মামলা দিতে চান।

শহিদ হৃদয়ের কবর সংরক্ষণ এবং তার পরিবারের সদস্যদের কর্মসংস্থানের আশ্বাস দিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। এর আগে তার পরিবারকে জুলাই শহিদ স্মৃতি  ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন